দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনা ভাইরাসের বিশেষ পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে অতিরিক্ত ২ লাখ মেট্রিক টন বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে খাদ্য অধিদফতরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
সরকার এর আগে সাড়ে ১৯ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ছিল ২৬ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন বোরো ধান। এখন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়লে ১০ লাখ মেট্রিক টন।
গত ২৬ এপ্রিল থেকে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সরকারিভাবে নগদ টাকার পাশাপাশি ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হচ্ছে। সামনের দিনগুলোতে এ কার্যক্রম আরও বাড়তে অতিরিক্ত ধান সংগ্রহের সিদ্ধান্ত বলে জানা গেছে।
ডিপিআর/ জাহিরুল মিলন