এম. শরীফ হোসেন (নরসিংদী প্রতিনিধি) :
অন্ধকারে আঁলোর পথে যাঁরা, তাঁরা কারা? হ্যাঁ, তাঁদেরকে দিনের আঁলোতে দেখা যায়না। রাঁতের আঁধারেই তাঁদের বিচরণ।
নরসিংদীর মাধবদী থানার আমদিয়াতে রয়েছে এমনি একটি সামাজিক সেচ্চাসেবী সংগঠণ ” বনাইদ সোস্যাল সার্ভ এসোসিয়েশন”।
প্রতিবছরই ঈদ এলেই তাঁরা এভাবেই ঈদের আনন্দ ভাগ করতে ঈদের আগে অপ্রকাশ্যে এলাকার অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ায়। দিনের বেলায় সংগঠনের সদস্যরা মিলিত হয়ে উপহার সামগ্রীর প্যাকেট করে রাঁতের বেলা বাড়ি বাড়ি গিয়ে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে ঈদ এর খাদ্য সামগ্রী বিতরণ করে।
সংগঠনের সদস্যদের মুঠো মুঠো জমানো অর্থ আর প্রবাসী ও মানবিক মানুষের আর্থিক সহযোগীতায় তাঁরা এ কাজ সম্পাদন করে।
বরাবরের মত এবারও মাধবদীর আমদিয়া ইউনিয়নের বনাইদ সোস্যাল সার্ভ এসোসিয়েশন নামে এই সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বুধবার (১২মে) সন্ধ্যার পর বনাইদ এলাকার দেড়’শ এর অধিক পরিবারে ঈদ সামগ্রী উপহার হিসেবে দিয়ে এলাকার অসহায়দের পাশে দাঁড়ায়।
সংগঠনের সদস্যরা জানায়, অনেক পরিবার অসহায় কিন্তু তাঁরা হাত পেতে সহযোগীতা নিতে লজ্জাবোধ করে। আর তাঁদের সম্মান ও মান রক্ষার্তে আমাদের সংগঠন রাঁতের আঁধারে বাড়ি বাড়ি পৌঁছে এসব উপহার নিয়ে হাজির হয়। আর এসব উপহারের মধ্যে রয়েছে- চাল, ডাল, সেমাই, চিনি, তেল।