দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে সীমিত আকারে বিক্রি হয়েছে ইফতার। তবে সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে ছিলেন উদাসীন ছিলেন ক্রেতারা। এদিকে, পুরান ঢাকার চকবাজার কিংবা বেইলি রোডে ছিল না কোন আয়োজন।
রমজান মাসের বেশ কয়েক দিন পেরিয়ে অবশেষে রাজধানীতে বসেছে ইফতার বাজার। ঢাকা মহানগর পুলিশের নির্দেশনা অনুযায়ী কিছু রেস্তোরাঁ সীমিত আকারে বিক্রি করে ইফতার।
পুরো ধানমন্ডি এলাকায় হাতে গোনা কয়েকটি রেঁস্তোরা ইফতারের পসরা সাজিয়েছে। বেশিরভাগই জানালেন কর্মচারী সঙ্কটের কথা। সামাজিক দূরত্ব মানার কথা বলা হলেও ক্রেতাদের অনেকেই ছিলেন অসচেতন।
করোনা পরিস্থিতিতে ইফতার বিক্রির আয়োজন নিয়েও ছিল মিশ্র প্রতিক্রিয়া।
সামনের দিনগুলোতে রেঁস্তোরায় ক্রেতা সমাগম আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক প্রত্যয়/ জাহিরুল মিলন