জসিম তালুকদার (চট্টগ্রাম): সর্বহারা নিঃস্ব এক প্রবাসীকে কী নিষ্টুর ভাবে পিটিয়েছে স্ত্রী সন্তান ও শ্বাশুর বাড়ির লোকজন মাইজ পাড়া, ঈদগাও সদর, কক্সবাজারে।
ঘটনা ২১ মে। স্থানীয়রা জানান, মঞ্জুর দির্ঘদিন প্রবাসে ছিলো এই সময়ে নিজের টাকা দিয়ে শ্বশুর বাড়ির এলাকায় নিজের স্ত্রীর নামে জায়গা কিনে গড়ে তোলে সুরম্য ভবন, কিন্তু প্রবাস থেকে ফেরত হলে উঠতে দেওয়া হলো না এই ভবনে। কিন্তু বার বার তাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে।
অবশেষে তিনি মৃত্যুবরন করেন।