1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলিবর্ষণ, ১ টি পিস্তুল ও ২ টি ম্যাগাজিন উদ্ধার

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২০৫ Time View

সেলিম সানোয়ার পলাশ, রাজশাহীঃ অস্ত্র চোরাচালান প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিজিবির সদস্যরা অস্ত্র পাচারকারীদের উপর ০৮ রাউন্ড গুলিবর্ষণ করে বিদেশী পিস্তুল ০১ টি (তৈরী ইউএসএ), ম্যাগাজিন ০২ টি এবং পিস্তলের এ্যামোনেশন ০৪ রাউন্ড (৭.৬৫ কঋ) উদ্ধার করেছে। প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী ব্যাটালিয়নের(১বিজিবি) অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি।
প্রেস বিজ্ঞপ্তীতে বলা হয়, আজ বুধবার (২২ এপ্রিল) ২.১০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের উপ- অধিনায়ক বিএ-৭০২১ মেজর মোঃ আসিফ বুলবুল এর নেতৃত্বে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ব্যাটালিয়ন সদর হতে ০৮ জন এবং তালাইমারী কোম্পানী হতে ০৪ জনসহ মোট ১২ সদস্যের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তালাইমারী কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৪/২-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর খিদিরপুর নামক স্থানে এ্যাম্বুস পেতে থাকে। এ সময় ০৩-০৪ জনের একটি সংঘবন্ধ অস্ত্র পাচারকারী দল ভারত হতে বাংলাদেশে অস্ত্র পাচার কালে আনুমানিক ০২১০ ঘটিকায় এ্যাম্বুস দল অস্ত্র পাচারকারীদের মৌখিক বাধা প্রদান করলে তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় পাচারকারী দল কয়েক রাউন্ড গুলি টহল সদস্যদের দিকে বর্ষণ করলে তাৎক্ষনিক উপ-অধিনায়ক এসএমজি বাট নং ২১২, বডি নং ৫৩২৩৯০৬ দিয়ে পর পর ০৪ রাউন্ড, টহল সদস্য বিজিডিও-২৬৭ সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন এসএমজি বাট নং ৩০, বডি নং ৫৩০৬৩৯১১ দিয়ে ০২ রাউন্ড, এবং নং ৬৯৬৩২ নায়েক মোঃ রিপন হোসেন এসএমজি বাট নং ১১৮, বডি নং ৫৩০৫৫৪৯৩ দিয়ে ০২ রাউন্ডসহ সর্বমোট ০৮ রাউন্ড বল এ্যামোনেশন ফায়ার করে যার লট নং বিওএফ ১১। ফায়ার করার ফলে অস্ত্র পাচারকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। টহল দল তাদেরকে ধাওয়া করলে অস্ত্র পাচারকারীরা ভারতের অভ্যন্তরে প্রবেশের ফলে টহল দল সীমান্ত অতিক্রম না করে অভিযান সমাপ্ত করে। টহলদল ঘটনাস্থল হতে বিদেশী পিস্তুল ০১ টি (তৈরী ইউএসএ), ম্যাগাজিন ০২ টি এবং পিস্তলের এ্যামোনেশন ০৪ রাউন্ড (৭.৬৫ কঋ) উদ্ধার করে। যার সিজার মূল্য ১,০০,৮০০/- (এক লক্ষ আটশত) টাকা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..