বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এম পি বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। স্কুল কলেজ ও রাস্তঘাটের উন্নয়ন হয়। তিনি বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ।
তিনি আরও বলেন , আওয়ামীলীগ সরকার নারী শিক্ষার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং নারী শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আসছে। একজন নারী শিক্ষিত হয়ে উঠলে ওই পরিবারের কোন সন্তান অশিক্ষিত থাকবে না। তাই প্রধানমন্ত্রী নারী শিক্ষারে উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এমপি রমেশ চন্দ্র সেন আরও বলেন, করোনা ভাইরাসের কবলে পুরো বাংলাদেশ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে এবং অসংখ্য মানুষের মৃত্যুও হচ্ছে। করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন।
আশা করি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার টাকা।