আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একশ্রেনির মৎস্যচাষী বেশি লাভের আশায় বিভিন্ন পুকুর ও জলাশয়ে গোপনে আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে গতকাল ৮ রোববার দুপুরে উপজেলার ডহরপুর গ্রামের একটি পুকুরে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
অভিযানে ওই পুকুরে থাকা ৫০ হাজার পিস আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ ও মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৮৫-এর আওতায় মৎস্য চাষকারি ডহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা পোনা ধ্বংস করা হবে।