ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস এখন আর কোন নির্দিষ্ট ভূখণ্ডে আটকে নেই, ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়েই। আর করোনার কোপে পড়ে খেই হারাচ্ছে পৃথিবীর ফুসফুসও। ব্রাজিলের আমাজন অববাহিকা অঞ্চলে বসবাসকারী উপজাতিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আক্রান্ত বহু মানুষ। টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হলো না। হার মানলো ইয়ানোমামি উপজাতির ১৫ বছর বয়সের এক কিশোর। ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার মৃত্যু হল ওই কিশোরের।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হল ওই উপজাতি কিশোরের।’ এই ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন আমাজনের উপজাতিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরাও। উদ্বিগ্ন ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরাও। স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেটার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন আমাজনের উপজাতিদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমাদের আরও সাবধান ও সতর্ক থাকতে হবে।’