প্রত্যয় নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের চূড়ান্ত দিন আজ। তাই শেষমুহূর্তে ভোটারদের মন জেতার চেষ্টায় ব্যস্ততার কমতি নেই প্রার্থীদের। দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছেন দুই পক্ষের নেতারা।
মঙ্গলবার ভোটের দিন বিকেলে অন্যতম ব্যাটেলগ্রাউন্ড মিশিগানে পৌঁছেছেন ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ডেট্রয়েট বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে সিনেটর হ্যারিস বলেন, এটা নির্বাচনের দিন। এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি।
সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সবাইকে অবশ্যই মনে করিয়ে দিতে চাই, ভোটগ্রহণ রাত ৮টায় শেষ হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানের গুরুত্ব বোঝাতে এ ডেমোক্র্যাট নেতা বলেন, হোয়াইট হাউসের পথ এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণের পথটি অবশ্যই মিশিগানের মধ্য দিয়ে যায়।
ভোট পরবর্তী সহিংসতার ঝুঁকি প্রশ্নে কমলা হ্যারিস বলেন, আমেরিকানদের ওপর আস্থা রাখুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমরা যাকেই ভোট দেবো, তা আমাদের গণতন্ত্রের অখণ্ডতা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে রক্ষা করবে।
এদিকে, মার্কিন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত এ নেতার জয়ের আশায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে ভারতে। এর আয়োজন করেছিলেন তার নানাবাড়ি তামিলনাড়ুর থুলাসেন্দ্রপুরম গ্রামের বাসিন্দারা।
স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, তিনি কমলার মঙ্গল কামনায় ১৫০ জনকে খাওয়ানোর আয়োজন করছেন।
কালিদাস ভানাদায়ার নামে ওই ব্যক্তির ভাই বলেন, তিনি (কমলা) এখানকার মানুষ আর আমরা তার জন্য গর্বিত।
সূত্র: সিএনএন, রয়টার্স