দৈনিক প্রত্যয় ডেস্কঃপ্রাণঘাতী করোনাভাইরাসে তাণ্ডব যেন থামছেই না আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৫ হাজারের বেশি মানুষ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৮৮৪।
অপরদিকে, এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ৮৮ হাজার ৭৫৪ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৬০ জন এবং মারা গেছে ১ হাজার ২২৪ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে আমেকিরা। আক্রান্ত ও মৃত্যুতে আমেরিকার ধারে-কাছেও নেই কোনও দেশ। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন