প্রত্যয় নিউজ ডেষ্কঃ লন্ডন ভিত্তিক অনলাইন মিডিয়ায় দেয়া এক সাক্ষাতকারে, বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হোসেন আলী জানান, দলের জন্য সর্বদা কাজ করে গেছি,দলের জন্য অনেক মামলা হামলার শিকার হয়েছি,অনেক নেতাকর্মীদের বিভিন্ন মামলার সহযোগীতা অব্যহত রেখেছি,তাদের পরিবারকে সাধ্যমত সহযোগীতার চেষ্টা করে যাচ্ছি, এছাড়াও বৈশ্বিক মহামারি করোনাতে আমার ওয়ার্ডে সহ বিভিন্ন স্হানে দুস্হ্যদের মাঝে ত্রান সহযোগীতা এবং নগত অর্থের মাধ্যমে সহযোগীতা করে চেষ্টা করেছি সকলের সংগে আনন্দ ভাগাভাগি করে নিতে এছাড়াও বিগত আন্দোলনে সাধ্যমতো দলীয় নির্দেশনা মেনে কাজ করে গেছি,এছাড়াও হোসেন আলী জানান,বগুড়ার ০৬এর সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব,রেজাউল করিম বাদশা,আলী আসগর হেনা সহ সকল নেতারা যাকে দলের জন্য যোগ্য কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেবেন, তার জন্যই কাজ করতেও প্রস্তত আছেন পরিশেষে তিনি বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্হ্যতা কামনা করে দেশবাসির নিকট দোয়া কামনা এবং বগুড়া পৌরসভার নিবার্চনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষে ভোট দিয়ে বরাবরের ন্যায় বিএনপির দূর্গকে ধরে রাখতে সকলের নিকট ভোট কামনা করেন।