স্পোর্টস ডেস্ক: আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেটে সুদিন ফেরাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
সম্প্রতি ক্রিকেটের মাঠে ভালো সময় যাচ্ছে না ইংল্যান্ডের। বিশ্বকাপে বাজে পারফর্মের কারণে শোচনীয়ভাবে বিদায় নিতে হয়েছে ২০১৯ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়নদের। এরপর সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশরা।
যে কারণে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ করে ভালো ফলাফলের জন্য পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। যেহেতু আগামী টি-টোয়েন্টি আসরটি আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজে, তাই ক্যারিবিয়ান মাঠের বিষয়ে পোলার্ড ভালো বুঝবেন- এমন ধারণা থেকেই তাকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইসিবি।
যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, ক্রিকেটার হিসেবে পোলার্ড খেলার সঙ্গে গভীরভাবে সংযুক্ত, এজন্য তার সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে বোর্ড। ফলে আগামী বছরের মেগা আসরে পোলার্ডকে ফুলটাইম দলে পাবে না ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের পিচের কন্ডিশন বুঝতে ব্যর্থ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সাহায্য করবেন পোলার্ড। ক্যারিবিয়ান পিচগুলো বিশেষ ক্ষেত্রে স্লো ও নিচু হয়ে যেতে পারে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার অভিজ্ঞতা ইংল্যান্ড ক্রিকেটারদের নেই, সেজন্য পোলার্ড তাদের জন্য ভালো সহায়ক হবেন বলেই আশা করছে বোর্ড।