লেখক: সাইফুল কবির,বার্মিংহাম,ইংল্যান্ড ।
আমি সবসময়ে আশাবাদীর দলে !! অবস্থা যখন খারাপ হতে লাগলো , বাবা ,ভাই আর মা ফোন দিয়ে বললো অবস্থা খারাপ কি হয়েছে ? আমরা আছি না !! পাউন্ড লাগলে বলবি , কোনদিন নেসনি এখন নিতেই পারিস !! আর আমি ? তাদের জন্য টেনশন করছি ? তারা যে বাংলাদেশে !! আমি বার্মিংহামে ৫ টি পরিবারের জন্য নিয়মিত বাজার করছি (এই মুহূর্তে তারা আইসোলেটেড ) !! অন্যান্য শহরে আমাদের অন্যান্য বন্ধুরা করছে !! বউ একটু ভয় পায় , কিন্তু বুঝিয়ে বলেছি !! কাল এখানে মাদার ডে ছিল !! অনেকের ছেলে /মেয়ে তাদের দেখতে আসেনি !! কারন ৬০ এর উপর যারা তাদের একটু রিস্ক বেশী !! আপনারা জানেন তো ? তাই এই মুহূর্তে তাদের থেকে দূরুত্ব রেখে যোগাযোগ করুন !!অনেক ফুল কিনেছিলাম আজ !! ৫ পরিবারকে যখন ফুল কিনে দরজার সামনে দিয়ে আমি একটু দূরে অপেক্ষা করছিলাম , তাদের চোখের কোনে স্বচ্ছ নোনা জল দেখেছি !! আমার অনেক বন্ধু টাকা দিতে চেয়ে টেক্সট করেছে , ফোন করেছে !! আমি শুধু বলেছি দোয়া করতে !! এই মুহূর্তে আমরা শুধুই মানুষ আর মানবিকতাই পারে এই পৃথিবীকে স্বাভাবিক পর্যায়ে আনতে !! বেঁচে আছি এই তো বেশ !! মানুষ মানুষেরই জন্য !!আমি নিশ্চিত বেঁচে থাকলে কোন ভোরে প্রিয় মানুষের হাত ধরে , প্রিয় রাস্তায় আমরা অনেক দূর হাটবো !!সবাই ভালো ও নিরাপদে থাকুন !! আর কষ্ট যত কম ছড়ায় ততোই ভালো , ভালোবাসা ছড়িয়ে যাক সব দিকে !!