আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলাকে ‘বর্বর কাজ’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই কোজিয়েভ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আন্দ্রেই কোজিয়েভ বলেন, ইউক্রেনে হামলা একটি বর্বর কাজ। আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন এটি কল্পনা করতে পারিনি। এটি একেবারেই প্রশ্নাতীত ছিল। যুদ্ধের মাধ্যমে রাশিয়া সব ভ্রাতৃপ্রতিম মানুষের ভবিষ্যৎ ধ্বংস করছে।
কোজিয়েভ আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিচ্ছে, সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের এ বিষয়ে লক্ষ্য রাখা উচিত।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে লক্ষ্য করে দেওয়া হচ্ছে না। এর দায়ভার বহন করতে হবে সাধারণ নাগরিকদেরই।
গত মঙ্গলবার কোজিয়েভ এক টুইট বার্তায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা রাশিয়ান কূটনীতিকদের ইউক্রেনে চলমান হামলার প্রতিবাদে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কোজিয়েভ ছিলেন বরিস ইয়েলৎসিনের অধীনে রাশিয়ার প্রথম পররাষ্ট্রমন্ত্রী।