মাঈনুল ইসলাম নাসিম- ওয়েব ডেস্ক রিপোর্টঃ মহাদেশ জুড়ে লকডাউনের সুফল হিসেবে ইউরোপের আকাশে নাইট্রোজেন ডাই-অক্সাইডের পরিমাণ গতবছর এমন সময়ের তুলনায় অর্ধেক হ্রাস পেয়েছে, এই সুসংবাদ আমরা পাচ্ছি ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে। ইউরোপিয়ান ইউনিয়নের কোপেরনিকাস প্রোগ্রামের আওতায় ইউরোপের উপর মহাকাশে উড়ে চলা কোপেরনিকাস সেনটিনেল ফাইভ-পি স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত তাই বলছে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা) ২০১৯ সালের মার্চ-এপ্রিলের সাথে চলতি বছরের ১৩ মার্চ থেকে ১৩ এপ্রিল ইউরোপের আকাশে বায়ু দূষণের তারতম্য সবিস্তারে জানিয়েছে। স্যাটেলাইটের হিসেবে ইতালির রোমের আকাশে ৪৯%, মিলানের আকাশে ৪৭%, স্পেনের মাদ্রিদের আকাশে ৪৮% এবং ফ্রান্সের প্যারিসের আকাশে ৫৪% নাইট্রোজেন ডাই-অক্সাইড হ্রাস পেয়েছে গত বছরের তুলনায়।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, নাইট্রোজেন ডাই-অক্সাইড মূলত পাওয়ার প্লান্ট, যানবাহন এবং কলকারখানা থাকে উৎপন্ন হয়, যা মানবশরীরের জন্য ভয়ংকর ক্ষতিকর এবং শ্বাস-প্রশ্বাসে মারাত্মক জটিলতা তৈরি করে মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বায়ুমন্ডলে এই নাইট্রোজেন ডাই-অক্সাইডের ঘনত্ব দিনে দিনে বাড়ে বলেই প্রতিকূল হয় আবহাওয়া।