দৈনিক প্রত্যয় ডেস্কঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
রোববার (০৩ মে) দুই কোরিয়ার অসামরিক অঞ্চলের দক্ষিণ কোরিয়ার অংশের সেনা চৌকি লক্ষ্য করে উত্তর কোরীয় সেনারা প্রথমে গুলি চালায়।
ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা সীমান্ত অঞ্চল থেকে পাল্টা জবাবে দুই রাউন্ড গুলি চালান দক্ষিণ কোরীয় সেনারা। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিউল। এখনো পর্যন্ত এর কোনো জবাব দেয়নি পিয়ংইয়ং।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার বিশ্বাস উত্তর কোরিয়া ইচ্ছে করে এ কাজ করেনি। ২০ দিন অন্তরালে থাকার পর শনিবার জনসম্মুখে আসেন উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উন। পরদিনই গোলাগুলির ঘটনা ঘটলো।
ডিপিআর/ জাহিরুল মিলন