ফাতেমা ফেরদৌস রেসিম,লন্ডন প্রতিনিধি:
আজকে মামা আসবেন, বাচ্চাদের কে স্কুলে পাঠিয়ে, ঘর দোর ঘুছালাম, বলেছিলাম বাচ্চারা চলে গেলে মামাকে ফোন দিলে তখন যেনো আসেন, আমি রান্না ঘরে ডাইনিং টেবিলে বসে ছোটটাকে রাইসক্রিসপ সিরিয়েল খাওয়ালাম, এর দু মিনিট আগে মেয়েকে ফোন দিলাম জানতে যে স্কুলে ঠিক মতো পৌঁছেছে কি না! বাসা বদলালেও আগের স্কুল আর বদলাই নি, কারন আমার ঘরের সামনের বাস স্টপ থেকে উঠলে একেবারে স্কুলের সামনের স্টপে নামায় D7 বাস, তবে মেয়ে আর মেজো ছেলে প্রাইমারীতে ছিল বলে, স্কুলের কাছে পারমিশন নিয়েছ্লাম যে, ওদের হাতে ফোন দেবো, স্কুলে পৌঁছে গেলে আমাকে মিস কল দেবে,বা আমি কল দিয়ে সিওর হবো যে ওরা পৌঁছেছে ঠিকমতত, পরে মোবাইলটা অফিসে জমা দেবে, আবার বিকালে আসার সময় অফিস থেকে নিয়ে নেবে, এভাবেই কথা মতো তারা মোবাইল নিয়ে যেতো,
যাই হোক মেয়েকে কল দিয়ে জানলাম তারা পৌঁছেছে, এখন ফোন স্কুল অফিসে রেখে দেবে, আমিও টেবিলে ফোন রেখে ছোটটাকে খাওয়ালাম, পরে কোলে নিয়ে বেসিনে তার মুখ ধুইয়ে, কোল থেকে নামিয়ে ফোনটা হাতে নিতে যাবো, এখন দেখি ফোন টেবিলে নেই, মোবাইল গেলো কোথায়? আমার ঘরে আমি আর ছোট ছেলে ছাড়া কেউ নেই, একটু আগে কথা হলো মেয়ের সাথে, ছেলেকে টেবিলে বসিয়ে যখন খাওয়াচ্ছি তখনোও ফোন পাশে ছিল, আমি টেবিলের নীচে, কিচেনের ওয়ার্ক টপের উপরে, ড্রায়ারে সব জাগায় পাগলের মতো খুঁজছি মোবাইল, রান্না ঘর থেকে লিভিং রুমে খুঁজছি , আমি তো উপরেও বেড রুমে যাই নি, আমার ফোন কোথায় যাবে! তবুও নীচের তলায় রান্না ঘর আর লিভিং রুম তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও ফোন নেই, হঠাৎ মনে হলো আমার আরেকটা মোবাইল আছে ঐটা দিয়ে এই ফোনে রিং করি,
দৌড়ে উপরে গেলাম, হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে আমার ঐ মোবাইলে ঘুরাবো কিন্তু একি! ফোনে নেট কানেকশন নেই, ফোন নিয়ে এই রুম ঐ রুম , উপরে নীচে এমন কি ঘরের বাইরে গিয়েও নেট কানেকশন করতে পারছিনা, সম্পূর্ন ফোন বন্ধ করলাম আবার অন করলাম. কোনো ভাবেই কিছু হচ্ছে না, ভেবেছিলাম এই ফোনে আমার বান্ধবীর নাম্বার আছে তার কাছ থেকে আবার হুজুর মামার নাম্বার নিয়ে নেবো , কিন্তু ফোনে কানেকশনই নেই তাহলে কি করবো, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, সেদিনের মতো বললাম আমার ফোনটা দিয়ে দাও প্লিজ, কিন্তু আজকে আর কাজ হবেনা বুঝতে পারছি, কারন সেই মেয়েটা হয়তো জেনে গেছে মামা আসলে তার আর হয়তো এ বাড়ীতে থাকা হবেনা, যে কারনে ফোন লুকিয়েছে, আর এই ফোনেও নেট নেই, এটাও হয়তো মেয়েটা করেছে , মন খারাপ করে বসে আছি, বাইরে গিয়েও যে কল করবো, আশে পাশে কোনো ফোন বুথ নেই, তার উপর মামার নাম্বারও মুখস্থ্য নেই, আজকে ইন্না লিল্লাহ পড়েও কাজ হচ্ছেনা, মন খারাপ করে উপরে গেলাম ছোটটাকে কোলে নিয়ে, প্রতিদিন সকালে ন্যাপি বদলে তেল লাগিয়ে কাপড় বদলে দেই, সেজন্য তাকে বিছানার উপর রেখে, ন্যাপি বদলে ওয়াড্রোব থেকে কাপড় বের করছি
এমন সময়……….চলবে
লেখিকা:ফাতেমা ফেরদৌস রেসিম
লন্ডন,ইউকে।