নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার একটি কালভার্ট এর মাঝখানের অংশ ভেঙ্গে যাওয়ায় যান ও পথচারীদের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। এ অবস্হায় দীর্ঘ এক বছর যাবৎ এর সংস্কার না হওয়ায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছে।
জানা গেছে, উপজেলার পুটিয়া ইউনিয়নের একটি আঞ্চলিক ব্যস্ততম সড়কের বাড়ৈ আলগী এলাকায় নির্মিত এ কালভার্টটির একটি অংশের মেঝে হতে প্রায় এক বছর পূর্বে ঢালাই ক্ষয় হয়ে নিচে পরে স্থানটি শূণ্য হয়ে গেলে সেখানে শুধুমাত্র রড অবশিষ্ট থাকে। সড়কটিতে প্রতিনিয়ত এ অঞ্চলের হাজারো লোকজন ও রিক্সা,অটোরিক্সা এবং সিএনজি বেবিট্যাক্সি চলাচল করে। ফলে এলাকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এদিকে, দিন দিন সে ক্ষয় হওয়া অংশ হতে আরো ঢালাই ক্ষয় হয়ে এঁর আয়তন বাড়তে থাকে। এতে করে কালভার্টিতে যান ও পথচারী চলাচলে মারাক্তক ঝুঁকিপূর্ণ হয়ে পরে। ভেঙ্গে যাওয়ার এক বছর হয়ে গেলেও কেউ কালভার্টটি মেরামত করার উদ্যোগ না নেয়ায় এলাকাবাসীর ক্ষোভ ও দূর্ভোগ দিন দিন বেড়ে চলছে।
আশংকা করা হচ্ছে যে কোন সময় বড় ধরনের কোন দূর্ঘটনার। এ অবস্থায় এলাকাবাসীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবী করেন জনসাধারনের অসুবিধা ও দূর্ঘটনা রোধে যেন দ্রুত এ কালভার্টটি পূণনির্মানে অথবা ভেঙ্গে যাওয়া অংশ মেরামতে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করেন।