জসিম তালুকদার,চট্টগ্রাম : (০৩ জুন) বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম।
এসময় তিনি মাসিক কল্যান সভায় উপস্থিত অফিসার ও ফোর্সগণের বিভিন্ন আবেদন শুনেন, জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। তিনি কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের প্রতি দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেছেন।