প্রত্যয় ডেস্ক, হাফিজুল হক চৌধুরী, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাদকমুক্ত ঘোষণা করেন। গতকাল ৫/১১/২০২০ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদকমুক মাধবপুর ইউনিয়ন ঘোষণা দেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে ও তোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ মোতাহের আলি, মাধবপুর বিট অফিসার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, গৌরানা অলমিক, আব্দুল আহাদ, রঞ্জিত কুমার সিংহ, সাবির আলি, মকবুল হোসেন, কৃষ্ণলাল দেশওয়ারা, আপারু নাইডু, মিজানুর রহমান, আকলাকুজ্জামান, শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, দেশের ছাত্র সমাজ, যুবসমাজকে ধ্বংস করে ক্ষত বিক্ষত করছে মাদকের এই বিষাক্ত ছোবল। এই মরণ নেশার ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে।