আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব স্তব্ধ। সারা বিশ্বের মানুষ করোনা সংক্রমণ ঠেকাতে ঘরে বসে একরকম বন্দি জীবনযাপন করছেন। এমন অবস্থায় বিশ্বের জনসমাগম স্থানসহ ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ আছে। বিশ্বের অধিকাংশ দেশে মসজিদে জামাতে নামাজ বন্ধ করা হয়েছে।
তবে এদিকে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রমজান উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রদেশটিতে মুসল্লিরা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করেন।
দেশটির অন্যান্য প্রদেশগুলোতে তারাবির নামাজ বাড়িতে পড়ার নির্দেশ থাকলেও করোনা ভাইরাসের প্রকোপ কম থাকায় আচেহ প্রদেশে মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত জন মারা গেছেন।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশেও মসজিদে নামাজ জামাতে আদায় করা বন্ধ রয়েছে। সীমিত পরিসরে বাংলাদেশে জামাতে নামাজ পড়া হচ্ছে।
এদিকে দেশে রমজানে এশার জামাতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং দুইজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন। তারাই মসজিদে তারাবির নামাজে অংশ নেবেন বলে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
করোনাভাইরে এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী দেশে ৪৬৮৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩১ জন।
দৈনিক প্রত্যয়/ জেডএম