করোনার কাছে হেরে গেলেন ইংলিশ ফুটবলার হান্টার
ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার নরম্যান হান্টার।
ফুটবল মাঠে দ্রুত গতির বলকে ঠেকিয়ে নিজের দলকে জয়ের আনন্দে ভাসালেও অদৃশ্য প্রাণঘাতী করোনার কাছে হার মানলেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার নরম্যান হান্টার। কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৭৬ বছরের সাবেক এই ফুটবলার। কিন্তু প্রাণঘাতী করোনার কাছে শেষমেশ হার মানলেন তিনি।
হান্টার প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে খেলেছেন দীর্ঘ ১৫ বছর। এল্যান্ড রোডের হয়ে অংশ নেন ৭২৬ ম্যাচে। দুটি লিগ শিরোপাও জেতেন এই ফুটবল কিংবদন্তি। ১৯৭৫ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালেও খেলেন হান্টার।
স্যার আলফ্রেড রামসের নেতৃত্বে ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের নন-প্লেয়িং সদস্য ছিলেন হান্টার। দেশের হয়ে খেলেন সব মিলিয়ে ২৮টি ম্যাচ।