দৈনিক প্রত্যয় ডেস্কঃ
করোনাভাইরাসের নতুন হটস্পট এখন ব্রাজিল। দেশটিতে একদিনে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৬৭ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় আতঙ্কিত ব্রাজিল প্রবাসী বাংলাদেশিরা। টানা কয়েকদিনের লকডাউনে কাজ হারিয়ে, চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এখন করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের হারের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়ার পরই দেশটির অবস্থান। তবে রাশিয়ার চেয়ে নয় গুণ বেশি মৃত্যুর হার লাতিন এ দেশটিতে।
প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগের মধ্যে দিন কাটছে ব্রাজিল প্রবাসী বাংলাদেশিদের। জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকায়, কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। অর্থ সংকটে খেয়ে না খেয়ে দিন পার করছেন অনেকে।
ইতোমধ্যে দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, করোনার প্রকোট এখনই নিয়ন্ত্রণ করা না গেলে, আগামী কয়েকদিনের মধ্যে ধসে পড়বে ব্রাজিলের অর্থনীতি। যার রেশ প্রবাসী শ্রমিকদের ওপর এসেও পড়বে।
ডিপিআর/ জাহিরুল মিলন