দৈনিক প্রত্যয় ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে মৃতের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৫৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, করোনাভাইরাসে ২ লাখ ২ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। প্রাণহানির সংখ্যা দুই থেকে আড়াই লাখ পার হতে লেগেছে মাত্র ৮ দিন। এদিকে পৃথিবীর ১২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে।
প্রাণহানি ও রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ (১১ লাখ ৭৭ হাজার ৭৮৪ জন )। ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৬৮ হাজার ৪৪২ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে।
এরপর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। আর স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ১১। দেশটিতে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪২৮ জনের।
মৃতের সংখ্যায় তৃতীয় যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।
যে চীনে করোনাভাইরাসে উৎপত্তি সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮শ ৮০ জন, মারা গেছেন ৪ হাজার ৬শ ৩৩ জন। দেশটিতে ৭৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন প্রায় ১২ লাখ রোগী। এখনও চিকিৎসাধীন ২১ লাখ ৯৬ হাজার। এদের মধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮২ জন। মোট শনাক্ত ১০ হাজার ১৪৩ জন। সুস্থ হয়েছেন ১২০৯ জন।
ডিপিআর/ জাহিরুল মিলন