দৈনিক প্রত্যয় ডেস্ক: মহামারি করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ গবেষণা অব্যাহত রেখেছে। তুরস্কেও স্বাস্থ্য বিজ্ঞানী তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন কিভাবে দ্রুত ভাইরাস থেকে মুক্তি যায়। এদিকে দেশটির গবেষকরা শোনালেন একটি ভাল খবর। তুরস্কের আনদুলু নিউজ এজেন্সী জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগী প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে চিকিৎসাধীন ৫৬ বছর বয়সী ওই রোগী থেরাপি নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠতে থাকেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব রোগী সুস্থ হয়েছেন তাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। সেকারণে সুস্থ ব্যক্তিদের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে নতুন করে করোনা আক্রান্ত রোগীদের দেহে প্রবেশ করিয়ে তাকে সুস্থ করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চালাচ্ছেন বিভিন্ন দেশের চিকিৎসকেরা।
বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) দেশটির চিকিৎসক ডা. আহমেত খিজিলাই জানান, মালাতিয়া প্রদেশের ৫৬ বছর বয়সী ওই রোগী প্লাজমা থেরাপি নেওয়ার ৭২ ঘণ্টা পর থেকেই সুস্থ হয়ে উঠতে থাকেন। আজ আর তার শ্বাস যন্ত্রের দরকার পড়েনি। আমাদের রোগী আশাব্যঞ্জক উন্নতি দেখিয়েছেন। তিনি এখনও আইসিইউতে আছেন কিন্তু নিয়ন্ত্রণে আছেন।’ গত ১৩ এপ্রিল পরীক্ষা করে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান তিনি।
করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া সব ব্যক্তিকে রক্ত দানের আহ্বান জানিয়েছেন চিকিৎসক ডা. আহমেত খিজিলাই। ইনোনু বিশ্ববিদ্যালয় হাসপাতালের সংগ্রহে থাকা প্লাজমা দিয়ে আর মাত্র তিনজন রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।