দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনার মোকাবিলার পদক্ষেপ হিসেবে সর্বপ্রথম বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। এরপর এখন বেশ কিছু দেশের পরিস্থিতি পূর্বের তুলনায় কিছুটা ভালো হওয়ায় কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। সামনে পরিস্থিতি বিবেচনা করে আরো বেশ কিছু দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে।
ইটালিতে নার্সারি স্কুলের পাইলট প্রকল্প: নার্সারি স্কুল খুলে দেয়া ঝুঁকিপূর্ণ হবে কিনা সেটা দেখতে ইটালিতে পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি স্কুল খুলে দেয়া হয়েছে৷
বিদ্যালয়ে প্রবেশেও দূরত্ব: ক্যানাডার কুইবেকে সীমিত পরিসরে স্কুল খুললেও প্রবেশের সময় শিক্ষার্থীদের দূরত্ব বজায় রাখতে হচ্ছে৷
পার্টিশন: নেদারল্যান্ডসে বিদ্যালয়ের ক্লাসরুমে পার্টিশন দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর জায়গা আলাদা করে দেয়া হয়েছে৷
হ্যান্ড স্যানিটাইজার: ক্যানাডার কুইবেকে স্কুলে ঢোকার আগে শিক্ষার্থীদের হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দেয়া হচ্ছে৷
স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা: ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরেও প্রাথমিক বিদ্যালয় খুলেছে৷ চলছে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা৷
পাল্টে গেছে অনেক নিয়ম: করোনা সংকটে বিপর্যস্ত পুরো পৃথিবীতে প্রচলিত অনেক নিয়মরীতি পাল্টে গেছে৷ শারীরিক দূরত্ব বজায় রাখতে ক্লাসে শিক্ষক-শিক্ষার্থী বসার নিয়মেও এসেছে বড় পরিবর্তন৷
শারীরিক দূরত্ব: ক্লাসরুমে লেখাপড়া চলছে শারীরিক দূরত্ব মেনে৷
ডিপিআর/ জাহিরুল মিলন