আরাফাত রায়হান, চবি প্রতিনিধি: সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায়, জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চবি ছাত্রলীগের সভাপতির মাস্ক বিতরণ ও মাইকিং।
আজ দুপুর তিন ঘটিকার সময় চবি ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা কর্মীসহ চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে স্বরণচত্বর (জিরোপয়েন্ট) থেকে শুরু করে পুরো ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশে পাশের এলাকায় হ্যান্ড মাইক দিয়ে মাইকিং ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন৷ এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া এবং আহসানুল কবির পলাশ উপস্হিত ছিলেন।
এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া চবি ছাত্রলীগের এইসব ইতিবাচক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের দিকে আরো ইতিবাচক কর্মকান্ডে ধাবিত হওয়ার জন্য চবি ছাত্রলীগকে অনুরোধ করেন। তিনি আরো বলেন দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগই সামনের সারিতে থেকে সাহসী ভূমিকা রেখেছে, সামনের দিকে ছাত্রলীগের ইতিবাচক ভূমিকা দেশ ও জাতির সংকট নিরসনে সহায়ক হবে৷ এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল রিক্সাচালক ও দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করা। এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, করোনায় যাতে মানুষ ভীত ও সন্ত্রস্ত না হয়, মানুষ যাতে করোনাকে মোকাবেলা করার মানসিক শক্তি পায় সেজন্য জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরো বলেন ভয় নয়, ভয়কে জয় করতে হবে, তার জন্য মানুষকে সচেতন হতে হবে, সরকারি নির্দেশনা মানতে হবে এবং করোনাকালীন সময়ে মানুষের করণীয় কর্মকান্ড সঠিক ভাবে করতে হবে৷ মানুষের মাঝে এই বোধগম্যতা সৃষ্টির জন্যই আমাদের এই মাইকিং এবং মাস্ক বিতরণ। এই সময় আরো উপস্হিত ছিলেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, নাজমুল এইচ সানি, মুমিনুল ইসলাম মোহন, খন্দকার রফিক, সাবেক সহ-সম্পাদক শরিফ উদ্দিন, ছাত্রলীগ নেতা পাপন খান, রাব্বি, ইখলাস, সাদাফ, ইমরান,কণক সহ প্রায় শতাধিক নেতা কর্মী।