আন্তর্জাতিক ডেস্কঃ গেল বছরের চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। ইতালিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের।
তবে ইতালিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ২৬০ জনের; যা শনিবারের তুলনায় ১৫৫ জন কম।
দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ইতালিতে মৃত্যুর সংখ্যা তিনশ এর নিচে নেমে এসেছে। এর আগে সবশেষ গত ১৪ মার্চ দেশটিতে এরচেয়ে কম মৃত্যুর রেকর্ড ছিল। তাই ধারণা করা হচ্ছে, করোনা যুদ্ধে ইতালির জয় হতে চলেছে।
ইতালিতে এখন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৬৪৪ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫। এছাড়াও আক্রান্তদের মধ্যে ৬৪ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
দৈনিক প্রত্যয়/ আন্তর্জাতিক/ জাহিরুল মিলন