করোনা সংক্রমণ নিয়ে বিশ্ব এখন নাজেহাল এরই মধ্যে আরও এক আশঙ্কার ইঙ্গিত দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব। করোনা সংক্রমণ রোখার জন্য বিশ্ব আজ থমকে গিয়েছে ঠিক এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে সন্ত্রাসবাদীর দল। করোনা নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে বলাই আশঙ্কা করছে জাতিসংঘ।
নিরাপত্তা পরিষদের চলতি বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেসের এমনি আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, “করোনা পরিস্থিতির সুযোগে বাড়তে পারে সন্ত্রাস-হানা।” তিনি নিরাপত্তা বিষায়ক বক্ত্যব্য রাখতে গিয়ে বলেছেন, “এই মহামারীর সঙ্গে মোকাবিলায় যে যে দুর্বলতা প্রকট হচ্ছে, তার সুযোগে জৈব-অস্ত্র ব্যবহারে সন্ত্রাসবাদী হামলার সুযোগ ক্রমশই বাড়ছে। ভবিষ্যতেও বিশ্বে এই ধরনের পরিস্থিতির আশঙ্কা বাড়াতে পারে রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলি।”
বিশ্বের কাছে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। এই সময় সকলকেই সাবধানে থাকার বার্তা দিয়েছেন গুয়েতেরেস। সেই সঙ্গে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেই দিকে নজর রাখার কথাও বলেছেন তিনি। বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদীরা যাতে তাদের সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে না পারে সেই দিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বারবার করে সকলকে সাবধান করে বলেছেন বিশ্বের এই সঙ্কটকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদের জাল বিছিয়ে দিতে চাইছে।