বিশেষ সংবাদদাতা,কলকাতা:
করোনা পরিস্থিতির মোকাবিলায় ঝঁাপিয়ে পড়েছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও এ বিষয়ে তথ্য গোপন করার অভিযোগ তুলে বিরোধী দলগুলি হামেশাই রাজ্য সরকারের সমালোচনা করছে। পাশাপাশি অনেকেই অভিযোগ করছেন কলকাতা–সহ পশ্চিমবাংলার বিশেষ কিছু অঞ্চলে লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না। রাজ্য সরকারও নাকি সেইসব অঞ্চলে কড়া হাতে লকডাউন কার্যকর করার ব্যাপারে উদাসীন। অবশ্য বিরোধীদের সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে সরকার। শুধু তাই নয়, যতদিন যাচ্ছে, লকডাউন কার্যকর করতে পুলিশ ও প্রশাসন যে কঠোর হচ্ছে, তার প্রমাণও পাওয়া যাচ্ছে। মঙ্গলবার লকডাউন ঠিকমতো মানা হচ্ছে কিনা, তা দেখতে পথে নামেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরের পর মুখ্যমন্ত্রী কলকাতার রাজাবাজার, পার্ক সার্কাস, তফসিয়া, ট্যাংরা–সহ বেশ কয়েকটি জায়গায় যান। রাজাবাজারে পৌঁছে গাড়ি থেকেই তিনি মাইকে লকডাউন মেনে চলার জন্য সকলের কাছে আবেদন করেন। তিনি বলেন, ‘লকডাউনে যে আপনাদের অসুবিধে হচ্ছে, তা আমি জানি। কিন্তু করোনা সংক্রমণ শুধু আমাদের রাজ্যের নয়, গোটা পৃথিবীর সমস্যা। এই করোনা সংক্রমণ যাতে না হয়, সেইজন্যই লকডাউন করা হয়েছে। আমার অনুরোধ, আপনারা লকডাউন মেনে চলুন। রাস্তায় বের হবেন না। বাড়িতে থাকুন।’ পার্ক সার্কাসে পৌঁছে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে বলেই লকডাউন চলছে। করোনা মোকাবিলায় সবাই সতর্ক থাকুন। জানি, দিনের পর দিন কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে খুব অসুবিধে হয়। তবু উপায় নেই। আমাদের সকলের ভালোর জন্যই এই ব্যবস্থাকে মেনে নিতে হবে। পৃথিবীর সব দেশই লকডাউন করে এই সংক্রমণ রোখার চেষ্টা করছে। আর আপনাদের যদি কোনও সমস্যা হয়, তা হলে পুলিশকে জানান। পুলিশ আপনাদের সবরকম সাহায্য করবে।’ প্রতিটি জায়গায় গিয়ে তিনি স্থানীয়দের প্রতি একই অনুরোধ করেন।