আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ তোলপাড় কলকাতার নিউ মার্কেট থানা এলাকার খাদ্য ভবন চত্বরে। বড়দিন উপলক্ষে পুরো শহর যখন আনন্দে আত্মহারা, ঠিক তখনই খাদ্য ভবন চত্বরে ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
আচমকা খাদ্য ভবনের ভেতরে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স ব্যারাক্ আত্মহত্যা করে বসেন তাপস পাল (৫৩) নামের এক পুলিশ কনস্টেবলের। বড়দিনের রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের বুকেই গুলি করে বসেন তিনি। তাপসের গ্রামের বাড়ি নদীয়া জেলার হরিণঘাটায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়দিনের রাতে ডিউটি ছিল তাপস পালের। ডিউটিতে যাওয়ার আগে নিজের ছয় ঘরার সার্ভিস রিভলবার ইস্যু করান তিনি। কিন্তু পরে ব্যারাকে ফিরে নিজের ঘরে যান তাপস পাল।
রাত ১১ টা নাগাদ হঠাৎ ব্যারাকের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ব্যারাকে থাকা পুলিশের অন্য কর্মীরা ছুটে আসেন। ঘরে ঢুকে দেখা যায়, তাপস পাল মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ও তার পাশেই পড়ে রয়েছে তার সার্ভিস রিভলবার। তখনই তাকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাপসকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, রোববার (২৪ ডিসেম্বর) ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরেছিলেন তাপস পাল। পরের দিন ডিউটিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটলো।
তাপসের পরিবারে অশান্তি চলছিল কি না, সে ব্যাপারেও খোঁজ নিচ্ছে পুলিশ। তাছাড়া তিনি আসলেই আত্মহত্যা করেছেন, নাকি অসাবধানতাবশত নিজের সার্ভিস রিভলবারের গুলি তার বুকে লাগে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।