প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া আর্মি ক্যাম্পের বাজার চেকপোস্টের ডিউটি চলাকালীন সময়ে তল্লাশি চালিয়ে একজন ইউপিডিএফ সন্ত্রাসীকে অস্ত্রসহ গতকাল রাত ৯ ঘটিকার সময় আটক করে। চট্টগ্রাম -থ, সিএনজি নং-১৪০৫২৫ কর্পোঃ আঃ আলীম এর নেতৃত্বে নাছিম চাকমা (৩২) কে আটক করা হয়। তার সাথে পাওয়া যায় একটি পিস্তল, এবং ছয় রাউন্ড এ্যামোনিশন, নগদ-১৬৬০টাকা ও একটি আইটেল ছোট মোবাইল ফোন। আটককৃত সন্ত্রাসীর ঠিকানা ও নাম: নাছিম চাকমা (৩২), পিতাঃ লক্ষীমহন চাকমা, মাতাঃ মৃত কল্পনা চাকমা। সাং হাজাছড়া, পোঃ কুতুকছড়ি,থানাঃ রাঙ্গামাটি সদর, জেলাঃ রাঙ্গামাটি।
সেনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন হতে কাউখালী উপজেলার এলাকা গুলোতে ইউপিডিএফ সন্ত্রাসীরা প্রকাশ্যে ও গোপনে বেপরোয়া তৎপরতা বৃদ্ধি করেছে। এই নিয়ে স্থানীয় মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল। এখনো ঘাগড়া চেলাছড়া, নোয়া আদম, লেবারপাড়ায়, কুজইছড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।