সাইদুল ইসলাম কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের উত্তর সাধু ১নং ওয়ার্ডে ৪৪ শতাংশ জমির উপরে কবরস্থান নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উত্তর সাধু এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল একটি কবরস্থানের। তিনটি মসজিদ ভিত্তিক জামাতের অক্লান্ত প্রচেষ্টায় হারাগাছ পৌরসভা, মেনাজ বাজার এলাকার মরহুম খাসিয়া আজিজার রহমানের পুত্র শাহ আলম কবির বাদল এর উদ্যোগে তাঁর পরিবারবর্গ ৪৪ শতাংশ চাষাবাদ জমি কবরস্থানের জন্য দান করেছে।
এসময় শহীদবাগ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, এত বড় মহৎ কাজের জন্য আমি আমার ইউনিয়ন পরিষদের অভিভাবক হিসেবে দানকারী পরিবারের কাছে কৃতজ্ঞ। সেই সাথে তিনি জমি দানকারী পরিবারের ভুয়সি প্রশংসা করেন।
জমিদাতা শাহ আলম কবির বাদল বলেন, ইতোমধ্যে আমাদের পরিবারের নিজস্ব উদ্যোগে টাংরির বাজারে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ ও মসজিদের জন্য ৭২ শতাংশ জমি আল্লাহর রাস্তায় দান করেছি। তাছাড়াও কুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দান করেছি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এই কাজগুলো করে যেতে পারি।
কবরস্থানের প্রথম দাফনে উপস্থিত ছিল উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ আব্দুল হান্নান, সমাজসেবক পলাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার উপস্থিতিতে প্রথম দাফনকার্য সুন্দরভাবে সম্পাদিত হয়।