সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার আর-কে রোডে ভেলুপাড়া নামক স্থানে শনিবার রাতে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে শিশু ও মহিলাসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে উপজেলার আর-কে রোডে ভেলুপাড়া নামক স্থানে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে রংপুর থেকে রাজারহাট গামী অটোরিকশার সাথে রংপুর গামী মটর সাইকেল আরোহীর মুখোমুখি সংর্ঘষ ঘটলে মটর সাইকেলের ২ আরোহী রংপুর সদর উপজেলার বনগ্রাম আক্কেল পুর গ্রামের কামরুল ইসলাম (২৬) ও একই এলাকার হৃদয় মিয়া (২৫) গুরুত্বর আহত হয়। এদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অটোরিকশার যাত্রী লালমনিরহাটের রতিধর সিন্দুরমতি গ্রামের সন্তোষ কুমার(৩৬)তার স্ত্রী রবি রানী (৩৫) কন্যা ঈশিতা রাণী(০৩) প্রদীপ মোহন্ত (৪০) টুম্পা রাণী (১৪) আহত হয়। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ অটোরিকশা ও মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।