কানাডাকে সচল করার জন্য দেশটির প্রতিটি অঙ্গরাজ্যের স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এদিকে লকডাউন শিথিল করার জন্য বার বার দিন তারিখ দিয়ে আসছে তারা। কিন্তু পরিস্থিতি উন্নতি না হওয়ায় পুনরায় সেখান থেকে সরে আসছেন।
স্কুল ও কলেজ থেকে শুরু করে সব ধরনের অফিস আদালত বন্ধ। সবাই গৃহবন্দী অবস্থায় রয়েছে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় পন্য-সামগ্রীর দোকার ও ফার্মেসী ছাড়া সব ধরনের ব্যবসা ও প্রতিষ্ঠানও বন্ধ।
এদিকে করোনাভাইরাসের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশি এক ব্যবসায়ী জানান, কানাডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়া হচ্ছে। একই সঙ্গে তাদের আর্থিক সহায়তাও দেয়া হচ্ছে।কানাডায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ৪ হাজার ৪৮০ জন।