আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই ইউসুব আলী, (৬০) নিহত হয়েছেন’’।
গতকাল বুধবার ৩০শে জুন, দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বুড়ির হাটে এ ঘটনা ঘটে’। ইউসুব আলী ঐ এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন জানান, স্থানীয় বুড়িরহাটে ইউসুব আলীর সাথে তার বড় ভাই ইব্রাহীম মিয়ার (৬৫) পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বিতর্ক লাগে’। বিতর্কের এক পর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ঘটনা স্থলেই ছোট ভাই ইউসুব আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে,
আজ বৃহস্পতিবার সকালে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ইউসুব আলীর স্ত্রী মনজুরা বাদী হয়ে, একটি হত্যা মামলা দায়ের করলে, এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।