মোঃ আল-আমিন হাছান, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গোপালরায় পঞ্চপথি কমিউনিটি ক্লিনিক এ জাতীয় ফাইলেরিয়াসিস কর্মসূচীতে আইসিডিডিআর,বি এর বাস্তবায়নে ফাইলেরিয়া গোদ রোগের ঔষধ বিতরণ করা হয়।
বুধবার ২৩শে জুন, গোদ রোগে সঠিক উপায়ে যত্ন নিলে বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে এই স্লো গানে এসেন্ড প্রজেক্ট- ইউকেএইড এর অর্থায়নে ফাইলেরিয়াসিস গোদ’ রোগের ঔষধ বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ৮’নং কাকিনা ইউনিয়নের সদস্য জনাব আতাউজ্জামান রঞ্জু। এলাকার সকল ফাইলেরিয়াসিস গোদ” রোগে আক্রান্ত সকল রোগিদের মাঝে ঔষধের একটি করে প্যাকেজ বিতরণ করা হয়। যাতে ছিলো আক্রান্ত স্থানে ব্যবহার করার জন্য ক্রিম, ধৌত করার জন্য স্যাভলন সাবান, পরিস্কারের জন্য বিভিন্ন ঔষধ তোয়ালা সহ খাওয়ার ঔষধ।
ক্লিনিক কর্তৃপক্ষ জানান ঔষধ শেষ হলে পুনরায় আবার ঔষধ দেওয়া হবে। বিতরনকৃত ঔষধ সঠিক নিয়মে ব্যবহার করলে ফাইলেরিয়া গোদ” রোগ নির্মূল করা সম্ভব হবে।
ঔষধ বিতরণ শেষে রোগীদের বুঝিয়ে দেওয়া হয় কিভাবে তারা এ ঔষধ ব্যবহার বা সেবন করবেন। এবং পরবর্তী ঔষধ প্রদানের সময় পর্যন্ত নিয়ম মেনে এ ঔষধ ব্যবহার করেন তার পরামর্শ দেন।