আন্তর্জাতিক ডেস্কঃ ভারতজুড়ে চলছে করোনা মহামারি। প্রতিদিনই সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এই অবস্থার মধ্যেও ভূস্বর্গ হিসাবে পরিচিত কাশ্মীরে থেমে নেই ভারতের সেনা অভিযান। তথাকথিত জঙ্গিদের বিরুদ্ধে লকডাউনের মধ্যেও অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
শনিবার সকালে এমনই এক অভিযানে অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে ৩ গেরিলা। ওই এলাকায় এখনও সেনা অভিযান চলছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। সে স্থানীয় এক জঙ্গি দলের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেছে সেনা সূত্র। নিহত বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। সেনাবাহিনী এখনও ওই এলাকায় সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ২৩০০’র বেশি মানুষ। এতে মারা গেছে আরও ৭ শতাধিক। করোনা ঠেকাতে গোটা দেশে আগামী মাসের পহেলা সপ্তাহ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যেও কাশ্মীরে তথাকথিত বিচ্ছিন্নতাবাদী অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত বুধবার সকালে (২২ এপ্রিল) কাশ্মীর রাজ্যের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে চার গেরিলা নিহত হয়েছিল।
দৈনিক প্রত্যয়/ জাহিরুল মিলন