এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের জন সাধারনের সাথে এক মতবিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক ও মুরইল ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মেহেরুল ইসলাম খান (রিপন)।
মতবিনিময় সভায় সভাপতি করেন সমাজসেবক আলহাজ্ব মো.আকবর হোসেন। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সরকারী কর্মকর্তা বজলার রহমান খান, আব্দুল হাদী খান (দারা হাজী),জিয়াখুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর শেখ, মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান মরহুম হায়দার আলী খানের পুত্র খান মো. সাদী, তুহিন, সমাজসেবক আলহাজ্ব মালেক আকন্দ, ইছাহাক আলী, আনিছার রহমান, মোসলেম গনি, আব্দুর রউফ, রিয়াজ উদ্দিন সরকার, দুলাল হোসেন, সফির উদ্দিন, রুবেল হোসেন, আদিল খান, রিপন, শহীদ খান, সুমন হোসেন, ইদ্রীস আলী, ইসবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি শুকুর আলী, বেলঘরিয়া রেলগেট বাজার মসজিদের সভাপতি শফিকুল ইসলাম (করিম),কোষাধ্যক্ষ মোসলেম প্রমূখ।