মোঃতায়েফ তালুকদার:কৃষি বান্ধব প্রধানমন্ত্রী শেখহাসিনার নির্দেশনায় এই দুর্যোগের মধ্য কৃষক এবং কৃষিকে বাচাতে নিরলসভাবে কাজ করে যাব বলে মন্তব্য করেছেন ভোলা-২আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ ১৬ই এপ্রিল বোরহানির উপজেলায় করোনার কারনে অবিক্রীত তরমুজ কৃষক থেকে কিনে দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ কালে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন কৃষক বাচলে দেশ বাঁচবে,কৃষকে বাচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা করোনা মোকাবিলায় ৫০০০কোটি টাকা প্রনোদনা ঘোষণা করেছেন। উল্লেখ্য গত ১৫ই এপ্রিল বোরহান উদ্দিন উপজেলায় ১৭০০ কৃষকের মাজে তিনি সার ও বীজ বিতরন করেন।