আবু হুরায়রা রাসেল যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুর উপজেলার বগা গ্রামের মৎস্য চাষী, ইকবল হোসেনের মৎস্য চাষের পুকুরে বিষ দিয়ে, প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। মৎস্যচাষী ইকবল হোসেন জানান ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে, মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি, চিৎকার দিলে । আশপাশে থাকা বাড়ির লোকজন আসার আগেই তারা, চলে যাওয়ার সময় কয়েকটি বিষ ট্যাবলেট পুকুরে ছুড়ে দেয়। যার ফলে পরের দিন পুকুরে রুই,কাতলা,মৃগেল,কালবাউস তেলাপোয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে ওঠে।
মাছচাষী ইকবাল জানান গত ৯/০২/২০ তারিখ ও একই ভাবে বিষ প্রয়োগ করে, তারা ৫৫ হাজার টাকার মাছের ক্ষতি করেছিল। তিনি জানান একই গ্রামের, আমিনুর রহমান মুকুল,শরিফুল ইসলাম বকুল, ও আরিফুর রহমান সবুজ এই ঘটনা ঘটিয়েছে। বাদী হয়ে মৎস্য চাষী ইকবল হোসেন তাদের বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের নিকট লিখিত অভিযোগ করেছেন।