প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্ট :
কোভিড-১৯ মোকাবেলায় নতুন বিমান ক্রয় করতে আইরিশ সরকারের ব্যয় আইরিশ সরকার কোভিড-১৯ মোকাবেলায় ৫.২১ মিলিয়ন ইউরো খরচ করে একটি এয়ারক্রাফট্ ক্রয় করে। এয়ারক্রাফটি গত সপ্তাহান্তে আয়ারল্যান্ড থেকে জার্মানীর একটি পরীক্ষাগারে করোনা টেষ্টের নমুনা সরবরাহ করে প্রথম মিশনটি সম্পন্ন করে।
করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করতে পাঁচ মিলিয়ন এর বেশি ইউরো দিয়ে এই বিমানটি ক্রয় করা হয়।
এয়ারক্রাফটির মডেল PC-12। এটি ক্রয় করা হয় “Pilatus Aircraft Ltd” এর কাজ থেকে। এই এয়ারক্রাফটি আইরিশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয় কর্তৃক সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের অধিকতর গুরুত্বপূর্ণ অনুরোধগুলো তরিৎ গতিতে সম্পন্ন করার জন্য ব্যবহৃত হবে।আইরিশ টিডি (TD) মার্টিন হাইডন এর একটি সংসদীয় প্রশ্নের জবাবে, প্রতিরক্ষা মন্ত্রী পল কহ্ এই এয়ারক্রাফটি ক্রয়ের তথ্য প্রকাশ করেন।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কার্যক্রমকে আরো বেগবান করতে এবং সরকারের যে কোন জরুরী কাজে তৎক্ষনাৎ সেবা প্রদান করার উদ্দেশ্যে তার মন্ত্রনালয় প্রায় ৬ মিলিয়ন ইউরো ব্যয় করেছে।
PC-12 এয়ারক্রাফ্ট ক্রয়ের পাশাপাশি ২০,০০০ ইউরোর বেশি খরচ করে প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্রতিরক্ষা বাহিনীর মেডিকেল ইউনিটের জন্য Personal Protective Equipment (PPE) ক্রয় করা হয়েছে ।
Personal Protective Equipment (PPE) এর মধ্যে রয়েছে: ফেস মাস্ক, পুরো মুখ ঢাকার জন্য মাস্ক, সুরক্ষা চশমা, হ্যান্ড স্যানিটাইজার জেল ও জীবাণুনাশক ওয়াইপ এবং গ্লোভস।
আরো ১৫,০০০ ইউরো খরচ করা হয়েছে, অডিও-ভিজুয়াল যোগাযোগের যন্ত্র ক্রয় এবং এটিকে ডাবলিনের মেক’কি ব্যারাকে স্থাপন করতে।আরো খরচ করেছে ২ লক্ষ ৭৭ হাজার ৪৬৮ ইউরো খাবার মজুদের জন্য ৪টি রেফ্রিজারেশন ইউনিট ও ২৫টি decontamination ইউনিট ক্রয় করে।
প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেন, করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম চালিয়ে যেতে যদি প্রয়োজন হয় আরো PPE সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যদির ক্রয়াদেশ দেওয়া হবে।
নাসির আহামেদ