দৈনিক প্রত্যয় ডেস্ক:এবার এক ব্যবসায়ীর বাড়িতে শয়নকক্ষের বক্স খাটের ভেতর থেকে বেরিয়ে এলো টিসিবির প্রায় ১৩শ’ লিটার তেল। সরকারী সম্পদ কালোবাজারির অভিযোগে সহযোগীসহ ওই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে রংপুর নগরীর সাতগাড়ার একটি বাড়িতে হানা দিয়ে এই বিপুল ভোজ্য তেল উদ্ধার করে রংপুর নগর পুলিশের গোয়েন্দারা।
সরকারের ন্যায্যমূল্যে বিক্রির এই তেল কালোবাজারে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখার অভিযোগে ওই বাড়ির মালিক হানিফ মিয়া ও তার সহযোগী লাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন গোয়েন্দারা।
এর আগে গত এক সপ্তাহে ৬টি অভিযান চালিয়ে আরও ১৫ হাজার লিটার তেল ও ৫ হাজার কেজি চিনি উদ্ধার করেন গোয়েন্দারা।
টানা অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) উত্তমপ্রসাদ পাঠক জানান, দেশের এই ক্রান্তিকালে একটি চক্র সরকারের ন্যায্যমূল্যে বিক্রির পণ্য কালোবাজারে কিনে মজুদ করেছে। ফলে একদিকে অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে, আরেক দিকে চড়ামূল্যে বিক্রি করে অধিক লাভ করে অর্থশালী হচ্ছে। কালোবাজারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।