প্রত্যয় নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য কলোরাডোয় ভোটদানে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে। সকাল ১০টা বাজার আগেই সেখানে ভোটার উপস্থিতি ২০১৬ সালের নির্বাচনে পড়া মোট ভোটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন কলোরাডোর পররাষ্ট্রমন্ত্রী জেনা গ্রিসওল্ড।
এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জেনা বলেন, এপর্যন্ত ৭৬ দশমিক ৬ শতাংশ নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন। এটা অনেক বেশি। বিষয়টি খুবই উত্তেজনাপূর্ণ।
তিনি জানান, অঙ্গরাজ্যটিতে এপর্যন্ত ২৮ লাখ ৯৩ হাজার ২৯৫ জন ভোট দিয়েছেন। এদের মধ্যে নিবন্ধিত ডেমোক্র্যাট ৯ লাখ ৩০ হাজার ৪৫২ জন, রিপাবলিকান ৮ লাখ ৩৩ হাজার ২১৫ জন ও নির্দলীয় ১০ লাখ ৮৮ হাজার ৩৬৯ জন।
স্থানীয়রা চাইলে এখনও নিবন্ধিত হয়ে রাজ্যের যেকোনও ভোটকেন্দ্র থেকে ভোট দিতে পারবেন বলেও জানান কলোরাডোর এ মন্ত্রী।
জেনা গ্রিসওল্ড আশাপ্রকাশ করেন, ৩ নভেম্বর রাতের মধ্যেই মোট ব্যালটের ৭০ থেকে ৮০ শতাংশের খবর জানতে পারবেন।
ভোটারদের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু ভালোভাবেই চলছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনও খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ন্যাশনাল গার্ডের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন বলে জানিযেছেন কলোরাডোর পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমি এই মুহূর্তে অফিসেই রয়েছি এবং এখানে ন্যাশনাল গার্ড ও আমাদের নিরাপত্তা দলের সঙ্গে সব নেটওয়ার্ক পর্যবেক্ষণ করছি।
সূত্র: সিএনএন