সরোয়ার জাহান,ডিমলা, নীলফামারী প্রতিনিধি:
মঙ্লবার ডিমলায় কৃষকদের কাছ থেকে সরাসরি ২৮ টাকা দরে গম কেনার অভিযান শুরুর দিনই সংগ্রহ নিয়ে শঙ্কার কথা জানা যায়।
এ বছর এ উপজেলায় ২৮ টাকা দরে কৃষকদের কাছ থেকে ১৭৪ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। সরকার ২৮ টাকা দরে গম নিচ্ছেন। অন্যদিকে বাজারে ২৬ থেকে ২৯ টাকা দরে গম বিক্রি হচ্ছে। তাই কৃষকেরা বাজারেই গম বিক্রি করা লাভজনক ভাবছেন।
কৃষকদের মতে, করোনাভাইরসেরর কারণে জেলা লকডাউন করা হয়েছে। এতে যানবাহনও চলাচল সীমিত, যেসব যানবাহন পাওয়া যায় তার ভাড়াও অনেক বেশি। সেদিক ভাবলে সরকারি খাদ্য গুদামে গম বিক্রি করে লাভবান না হয়ে উল্টো ক্ষতিগ্রস্ত হবো। সরকার গমের দাম না বাড়ালে আগামীতে গম উৎপাদনে কৃষকরা উৎসাহ হারাবে।
উপজেলা খাদ্য পরিদর্শক তফিউজ্জামান জুয়েল বলেন, গমের লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা মাথায় রেখে আমরা কাজ করছি, আশা করি লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হবো।একজন কৃষক এক মেট্রিকটন গম দিতে পারবেন এবং গম সংগ্রহ অভিযান চলবে আগামী ৩০ জুন ২০২০ পর্যন্ত।
গম সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদিশ চন্দ্র সরকার, খাদ্য পরিদর্শক তফিউজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হিমাংশু কুমার রায় সহ স্থানীয় সুধীজন।