গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন ও বাসের সংঘর্ষের ঘটনায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আবারো শুরু হয়েছে। ভোরে, কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে শ্রমিকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসযাত্রী নিহত হন। আহত হন বাসের আরো কয়েকজন যাত্রী।
এসময় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ওই বাসের সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।