দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঈদ সামনে রেখে আন্তঃজেলা ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মহাসড়কে চোখে পড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। রাজধানীর প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েও ঘরমুখী মানুষের ঢাকা ত্যাগ ঠেকানো যায়নি।
সারাদেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সামাজিক সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রোববার আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা দেয় পুলিশ। কিন্তু কাজ হয়নি তাতেও।
গণপরিবহন বন্ধ। তাই হেঁটে, পিকআপ ভ্যান বা প্রাইভেটকারেই গাদাগাদি করে যাতায়াতের চিত্র দেখা যায় রাজধানীর গাবতলী এলাকায়।
বিভিন্ন চেকপোস্টে যাত্রী চাপ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
সার্জেন্ট ফাহিদ বলেন, প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে। অপ্রয়োজনে কাউকে আমরা যেতে দিচ্ছি না।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে নজরদারির কারণে শত শত পণ্যবাহী ট্রাক আটকে যানজট সৃষ্টি হয়। পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন