ওয়েব ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রয়াত সংসদ সদস্য (এমপি) মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে এ ঘটনা ঘটে।
মইন উদ্দিন খান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ থেকে নির্বাচিত হন তিনি।
সংসদ সদস্য থাকাকালীন সময়ে ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর আজ (মঙ্গলবার) আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মইন উদ্দিন খানের কবরে হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবারের ঘটনায় মইন উদ্দিনের খানের স্ত্রী সেলিনা খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। …এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।
সেলিনা খান ছাড়াও ফেসবুকে একাধিক ব্যক্তি মইন উদ্দিন খানের কবরে হামলা ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও শেয়ার করেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, দুর্বৃত্তরা প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে গিয়ে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে।