জসিম তালুকদার (চট্টগ্রাম) প্রতিনিধি: আজ (৯ জুলাই) শুক্রবার বিকালে বাঁশখালীর পৌরসভাস্থ বড় মাদ্রাসা প্রাঙ্গণে বাঁশখালী উপজেলায় মাষ্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ হতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক জনাব মুজিবুর রহমান সিআইপির সৌজন্যে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ অসহায়-দুস্থ ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব অধ্যাপক আব্দুল গফুর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মৌলভী মুহাম্মদ নুর হোসেন, বাঁশখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-(১) জনাব দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা জনাব এডভোকেট আলমগীর কবির, দৈনিক প্রত্যয় ও দৈনিক সাম্প্রতিক বাংলাদেশ এর জেলা প্রতিনিধি জনাব জসিম তালুকদার, সাংবাদিক জনাব রাহুল দাশ নয়ন, মো. মহিউদ্দিন প্রমুখ।