প্রত্যয় ডেস্ক, আরাফাত রায়হান, চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বিতর্কিত ইসলামিক বক্তা মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল মামুনকে প্রতিহত করার ঘোষনা দেয়ার পরপরই শত শত ছাত্রলীগ নেতা রাস্তায় নেমে এসে মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করে। এসময় ছাত্রলীগ কর্মীদের মুহুর্মুহু শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে চবির ক্যাম্পাস। তাদের দাবি, যে কোনো মূল্যে সর্বশক্তি দিয়ে, তারা মামুনুল হকের চট্টগ্রামের আগমনকে ঠেকাবে।
কুশপুত্তলিকা দাহ শেষে সংক্ষিপ্ত সমাবেশ চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির বলেন, মামুনুল হক বঙ্গবন্ধুকে অবমাননা করেছে। চট্টগ্রামে তার আগমন ঠেকাতে আমরা জীবন দিবো প্রয়োজনে। চট্টরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশ মামুনুল হকের স্থান চট্টগ্রামে হবে না।